Pancrex V এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Pancrex V

প্রতিটি এন্টরিক ফিল্ম-কোটেড ট্যাবলেটে রয়েছে Pancrex V বিপি ৩২৫ মি.গ্রা. যা নিম্নে উল্লেখিত এনজাইমসমূহের কার্যক্ষমতার চাইতে কম কার্যকরী নয়। এমাইলেজ: ৭৮০০ একক প্রোটিয়েজ: ৪৫৫ একক লাইপেজ: ৬৫০০ একক

ব্যবহার

Pancrex V নিম্নলিখিত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্যানক্রিয়াস এর দীর্ঘস্থায়ী প্রদাহ সিসটিক ফাইব্রোসিস/ মিউকোভিসিডোসিস আংশিক বা সম্পূর্ণ অগ্নাশয়চ্ছেদের পরবর্তী পর্যায়ে পূর্ণ পাকস্থলীচ্ছেদের পরবর্তী পর্যায়ে স্টেটোরিয়া, সোমাটোস্টেটিনোমা, সিলিয়াক ডিজিজ এছাড়া অন্যান্য যে সব ক্ষেত্রে প্যানক্রিয়াসের কার্যক্ষমতা কম

Pancrex V এর দাম কত? Pancrex V এর দাম

Pancrex V in Bangla
Pancrex V in bangla
বাণিজ্যিক নাম Pancrex V
জেনেরিক প্যানক্রিয়েটিন
ধরণ Capsules, Tablets
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Essential Pharmaceuticals Ltd
উপলভ্য দেশ United Kingdom
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Pancrex V খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

প্রতিদিন ২-৩ টি ট্যাবলেট খাওয়ার সময় অথবা খাওয়ার পর অল্প পানির সাথে গিলে খেতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমিবমি ভাব, বমি ও পেটের অস্বস্তিভাব হতে পারে। গলগন্ড এবং পায়ু পথের প্রদাহ বিশেষ করে বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায়। অতি সংবেদনশীল ক্রিয়া যেমন হাঁচি, চোখ থেকে পানি ঝরা অথবা চামড়ায় লাল আভা পরিলক্ষিত হতে পারে।

সতর্কতা

প্রাণীজ প্রোটিনের প্রতি এলার্জিক রোগীর ক্ষেত্রে সতর্কতার সাথে Pancrex V ব্যবহার করা উচিত।

মিথস্ক্রিয়া

ক্ষারীয় দ্রবণে এন্টারিক কোটিং ভেঙ্গে যায়। ফলে পাকস্থলীতে ইহার উপাদানসমূহের অবমুক্ত হওয়া রোধ করার জন্য Pancrex V সেবনের সাথে এন্টাসিড ব্যবহার করা উচিত নয়।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

নিতান্ত প্রয়োজন হলে গর্ভবর্তী মহিলাদের Pancrex Vের দেয়া যাবে। মাতৃদুগ্ধে Pancrex Vের নিঃসরণে কোন তথ্য জানা যায়নি, তদুপরি অন্যান্য ঔষধের মত সতর্কতার সহিত ব্যবহার করতে হবে।

বৈপরীত্য

Pancrex Vের প্রতি এলার্জিক রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অতিরিক্ত সেবনমাত্রা রেচনকে ত্বরান্বিত করে। সিস্টেমিক বিষক্রিয়া তৈরী হয় না। খুব বেশী সেবনের ফলে হাইপারইউরিকেমিয়া ও হাইপারইউরিকোসুরিয়া হতে পারে।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share