Pelascap এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

ব্যবহার

ইহা শিরায় প্রয়োগের জন্য ইমিপেনেম, যা একটি পেনেম এন্টিব্যাক্টেরিয়াল এবং সিলাস্ট্যাটিনের, যা একটি রেনাল ডিহাইড্রোপেস্টিডেজ নিরোধক এর যৌথ প্রস্তুতি, যা নিম্নবর্ণিত গুরুতর সংক্রমণের ক্ষেত্রে নির্দেশিত: নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ গায়নোকলজিক ইনফেকশন ত্বক ও ত্বকীয় প্রত্যাঙ্গের সংক্রমণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ব্যাক্টেরিয়াল সেপ্টিসেমিয়া এন্ডোকারডাইটিস ইন্ট্রা অ্যাবডমিনাল ইনফেকশন বোন এবং জয়েন্ট ইনফেকশন

Pelascap এর দাম কত? Pelascap এর দাম

Pelascap in Bangla
Pelascap in bangla
বাণিজ্যিক নাম Pelascap
জেনেরিক ইমিপেনেম + সিলাস্ট্যাটিন
ধরণ Injection Powder
পরিমাপ 500mg, 500mg
দাম
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Caprifarmindo Laboratories
উপলভ্য দেশ Indonesia
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Pelascap খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

প্রাপ্তবয়স্ক রুগীর জন্য: এর মাত্রা নির্ভর করবে নিশ্চিত অথবা সন্দেহভাজন প্যাথজেনের সংবেদনশীলতার উপর। স্বাভাবিক কিডনি ক্ষমতাসম্পন্ন (ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৯০মি.লি/মিনিট অথবা বেশি) প্রাপ্তবয়স্ক রুগীর জন্য প্রস্তাবিত রেজিমেন ৫০০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা অন্তর অথবা ১০০০ মি.গ্রা. প্রতি ৮ ঘন্টা অন্তর অথবা ১০০০ মি.গ্রা. প্রতি ৬ ঘন্টা অন্তর।যেসব রুগীর ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৯০ মি.লি./মিনিট এর চাইতে কম তাদের জন্য মাত্রা অবশ্যই কমিয়ে নিতে হবে। যেসব রুগীর ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ১৫ মি.লি./মিনিট এর চাইতে কম তাদের ক্ষেত্রে ইহা প্রয়োগ করা যাবে না যদি না ৪৮ ঘন্টার মধ্যে হিমোডায়ালাইসিস হবার থাকে।শিরাপথে প্রয়োগের জন্য এর ভায়ালের মধ্যে যথার্থ ডাইলুয়েন্ট মিশাতে হবে এবং তা যথার্থ ইনফিউশন সল্যুশন দিয়ে ডাইলুট করে নিতে হবে।পেডিয়াট্রিক এবং নন-সিএনএস রুগীর জন্য এর প্রস্তাবিত মাত্রা: ৩ মাস বা তার অধিক বয়সের ক্ষেত্রে: ১৫-২৫ মি.গ্রা./কেজি প্রতি ৬ ঘন্টা অন্তর অন্তর ৩ মাস বা তার কম বয়সের ক্ষেত্রে (ওজন ১৫০০ গ্রাম বা তার অধিক): ৪ সপ্তাহ থেকে ৩ মাস বয়স: ২৫. মি.গ্রা./কেজি প্রতি ৬ ঘন্টা অন্তর অন্তর ১ থেকে ৪ সপ্তাহ বয়স: ২৫. মি.গ্রা./কেজি প্রতি ৮ঘন্টা অন্তর অন্তর ১ সপ্তাহের কম বয়স: ২৫. মি.গ্রা./কেজি প্রতি ১২ ঘন্টা অন্তর অন্তর ৫০০ মি.গ্রা. বা তার কম ডোজ শিরাপথে ২০-৩০ মিনিট ব্যাপি প্রয়োগ করতে হবে। ৫০০ মি.গ্রা. এর অধিক ডোজ শিরাপথে ৪০-৬০ মিনিট ব্যাপি প্রয়োগ করতে হবে। এক দিনের জন্য সর্বাধিক ৪ গ্রাম/দিন এর অধিক ডোজ নির্দেশিত নয়।

পার্শ্বপ্রতিক্রিয়া

ফ্লেবিটিস বমিভাব, বমি, ডায়রিয়া র‍্যাশ, প্রুরিটাস, আরটিকারিয়া ইনজেকশনের স্থান হাইপোটেনশন খিঁচুনি, মাথা ঘোরা, নিদ্রালুতা ইরাইদিমা, শিবার ইনডুরেশন জ্বর

সতর্কতা

অতিসংবেদনশীল প্রতিক্রিয়া: বিটা-ল্যাকটাম দ্বারা চিকিৎসার ক্ষেত্রে জটিল এবং কদাচিৎ মারাত্তক অতিসংবেদনশীল প্রতিক্রিয়ার নজির রয়েছে। যদি কোন সংবেদনশীল প্রতিক্রিয়া দেখা যায় তবে তাৎক্ষনিক প্রয়োগ বন্ধ করতে হবে।খিঁচুনি: এই এ্যান্টিবায়োটিক ব্যবহারে খিঁচুনি এবং কেন্দ্রীয় স্নায়ুতান্ত্রিক জটিলতা যেমন কনফিউশনাল স্টেটস এবং মায়োক্লিনিক এক্টিভিটি হওয়ার নজির আছে। যদি ফোকাল ট্রেমর, নায়োকোনাস অথবা খিঁচুনি হয় তার রুগীকে নিউরোলজিকালি নিরীক্ষণ করতে হবে এবং অ্যান্টিকনভালসেন্ট থেরাপি দিতে হবে এবং এই ওষুধের মাত্রা। পুনঃনিরীক্ষণ করতে হবে মাত্রা কমানো বা এন্টিব্যাক্টেরিয়াল বন্ধ করার জন্য।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগন্যান্সি ক্যাটেগরি "সি"। গর্ভবতী মহিলাদের উপর সুনির্দিষ্ট এবং পর্যাপ্ত পরীক্ষা করা হয়নি। গর্ভাবস্থায় শুধু মাত্র তখনই ব্যবহার করতে হবে যদি মায়ের স্বাস্থ্যঝুঁকি ভ্রূণের সম্ভাব্য ঝুকি আপেক্ষা বেশী হয়। ইমিপেনেম এবং সিলাস্ট্যাটিন সোডিয়াম মাতৃদুগ্ধে ক্ষরিত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে ক্ষরিত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

বৈপরীত্য

এই প্রস্তুতির কোন উপাদানের প্রতি অতিসংবেদনশিলতা।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

২৫° সেলসিয়াস তাপমাত্রা বা তার নিচে সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share