Pentopak এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Pentopak

Pentoxifylline and its metabolites improve the flow properties of blood by decreasing its viscosity. In patients with chronic peripheral arterial disease, this increases blood flow to the affected microcirculation and enhances tissue oxygenation. The precise mode of action of pentoxifylline and the sequence of events leading to clinical improvement are still to be defined. Pentoxifylline administration has been shown to produce dose-related hemorrheologic effects, lowering blood viscosity, and improving erythrocyte flexibility. Leukocyte properties of hemorrheologic importance have been modified in animal and in vitro human studies. Pentoxifylline has been shown to increase leukocyte deformability and to inhibit neutrophil adhesion and activation. Tissue oxygen levels have been shown to be significantly increased by therapeutic doses of pentoxifylline in patients with peripheral arterial disease.

ব্যবহার

পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ-এর চিকিৎসায় নির্দেশিত।

Pentopak এর দাম কত? Pentopak এর দাম

Pentopak in Bangla
Pentopak in bangla
বাণিজ্যিক নাম Pentopak
জেনেরিক পেনটক্সিফাইলিন
ধরণ Oral
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Peripheral Vasodilator drugs: Intermittent Claudication
উৎপাদনকারী
উপলভ্য দেশ United States
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Pentopak খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ১ টি ট্যাবলেট (৪০০ মি.গ্রা.) দিনে ২-৩ বার।

পার্শ্বপ্রতিক্রিয়া

শ্বাসকষ্ট, ইডিমা, নিম্নচাপ, অরুচি, কোলেসিস্টাইটিস, কোষ্ঠকাঠিণ্য, মুখ ও গলা শুকিয়ে যাওয়া, দুশ্চিন্তা, মতিভ্রম, বিষন্নতা, খিচুনী, নাক দিয়ে রক্ত পড়া, ফ্লুর উপসর্গসমূহ, ল্যারিংস-এর প্রদাহ, নাকের কনজেশন, হাতের ভঙ্গুর আঙ্গুল, চুলকানি, ফুসকুড়ি, আর্টিকারিয়া, এনজিওইডিমা, ঝাপসা দৃষ্টি, কনজাংকটিভার প্রদাহ, কানে ব্যথা, স্কোটোমা, বিশ্রী স্বাদ, অতিরিক্ত লালা নিঃসরণ, লিউকোপেনিয়া, অসুস্থতাবােধ, গলায় ব্যথা/ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়া, ওজনের পরিবর্তন ইত্যাদি।

সতর্কতা

Patients on warfarin should have frequent monitoring of prothrombin times, while patients with other risk factors complicated by hemorrhage (e.g., recent surgery, peptic ulceration, cerebral and/or retinal bleeding) should have periodic examinations for bleeding including, hematocrit and/or hemoglobin.

মিথস্ক্রিয়া

Patients on warfarin should have frequent monitoring of prothrombin times, while patients with other risk factors complicated by hemorrhage (e.g., recent surgery, peptic ulceration) should have periodic examinations for bleeding including hematocrit and/or hemoglobin. Concomitant administration of Pentoxifylline and theophylline-containing drugs leads to increased theophylline levels and theophylline toxicity in some individuals. Such patients should be closely monitored for signs of toxicity and have their theophylline dosage adjusted as necessary. Pentoxifylline has been used concurrently with antihypertensive drugs, beta blockers, digitalis, diuretics, antidiabetic agents, and antiarrhythmics, without observed problems. Small decreases in blood pressure have been observed in some patients treated with Pentoxifylline; periodic systemic blood pressure monitoring is recommended for patients receiving concomitant antihypertensive therapy. If indicated, dosage of the antihypertensive agents should be reduced.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রত্যাশিত সুফল ড্রনের উপর সম্ভাব্য আশংকার চেয়ে বেশী বিবেচিত হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে। স্তন্যদানকারী মায়ের জন্য ওষুধটি কতখানি গুরুত্বপূর্ণ তা বিবেচনা করে স্তন্যদান থেকে বিরত থাকতে হবে না ওষুধ বন্ধ করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বৈপরীত্য

  • সাম্প্রতিক মস্তিষ্কে বা রেটিনায় রক্তক্ষরণ হয়েছে এমন রােগীদের ক্ষেত্রে অথবা যে সমস্ত রােগী এই।
  • ওষুধটি কিংবা মিথাইলজ্যানথিন যেমন ক্যাফেইন, থিওফাইলিন এবং থিওব্রোমিন সহ্য করতে পারেন না তাঁদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

অতিরিক্ত সতর্কতা

Pediatric use: Safety and effectiveness in pediatric patients have not been established.

তীব্র ওভারডোজ

Overdosage with Pentoxifylline has been reported in children and adults. Symptoms appear to be dose related. Flushing, hypotension, convulsions, somnolence, loss of consciousness, fever, and agitation occurred. In addition to symptomatic treatment special attention must be given to supporting respiration, maintaining systemic blood pressure, and controlling convulsions. Activated charcoal has been used to absorb Pentoxifylline in patients who have overdosed.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

ওয়ারফারিন, থিওফাইলিন।

সংরক্ষণ

Store in a cool and dry place, away from light. Keep out of reach of children.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share