প্রেগনল এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

প্রেগনল

Allylestrenol is a synthetic progesterone derivative that is used to treat threatened pregnancies. It can stop occurring premature labor and can help women give birth to a healthy newborn. It stimulates the secretory phase in myometrium, creates conditions for development of fertilized ovum. It has a tocolytic effect; reduces sensitivity of myometrium to oxytocin. It stimulates the development of acinus of mammary glands, secretory activity of trophoblasts, and development of aldosterone by adrenal glands. Allylestrenol also has a selection of β-adrenergic effect. In this way, it stimulates the synthesis of the body's placental progesterone, therefore increasing the secretion of placental hormones.

ব্যবহার

  • ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটারডেশন গর্ভপাতের আশংকা
  • স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে
  • অকালীন প্রসবের আশংকা

প্রেগনল এর দাম কত? প্রেগনল এর দাম

প্রেগনল in Bangla
Pregnol in bangla
বাণিজ্যিক নাম প্রেগনল
জেনেরিক এ্যালাইলস্ট্রেনল
ধরণ ট্যাবলেট
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Female Sex hormones
উৎপাদনকারী Forgo Pharmaceuticals Pvt Ltd
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

প্রেগনল খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটারডেশন:

  • দৈনিক ৩টি করে ট্যাবলেট ২ মাস।
  • লক্ষণসমূহের উন্নতি হলে মাত্রা কমানাে যেতে পারে।
  • গর্ভপাতের আশংকা: লক্ষণসমূহ মিলিয়ে না যাওয়া পর্যন্ত দৈনিক ৩টি ট্যাবলেট।
  • স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে: গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্র দৈনিক ১-২টি ট্যাবলেট।
  • আশংকাজনক সময় পার হওয়ার ১ মাস পর পর্যন্ত ওষুধ খেয়ে যাওয়া উচিত।
  • অকালীন প্রসবের আশংকা: ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে মাত্রা নির্ধারণ করা উচিত।
  • সাধারণত উচ্চমাত্রা (সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. পর্যন্ত) ব্যবহার করা হয়ে থাকে।

পার্শ্বপ্রতিক্রিয়া

দীর্ঘ সময় ধরে প্রেগনল দিয়ে চিকিৎসা করলে পরিপাকতন্ত্রের কিছু সাধারণ সমস্যা হতে পারে। যেমন- বমি অথবা বমি ভাব এবং এপিগ্যাস্ট্রিক অস্বস্তি।

সতর্কতা

কোন রােগীর নিম্নলিখিত সমস্যা থাকলে এ ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত: হৃদরােগ, “কনজেসটিভ হার্ট ফেইলিউর”, “সিক সাইনাস সিন্ড্রোম”, করােনারী আর্টারীতে কোন সমস্যা, মৃগীরােগ বা মৃগীরােগজনিত কাঁপুনি, মূত্রতন্ত্রের অকার্যকারিতা, মাইগ্রেনজনিত মাথাব্যথা, শ্বাসতন্ত্রের কোন রােগ যেমন-অ্যাজমা, এফাইসেম, ক্রনিক ব্রংকাইটিস অথবা সিওপিডি এবং দুগ্ধদানকালে।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

প্রেগনল গর্ভকালীন সময়ে খাওয়ার জন্য নির্দিষ্টভাবে নির্দেশিত। প্রসব পরবর্তী সময়ে এ ওষুধ পরিহার করা উচিত কারণ এটা মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয়ে নবজাতকের সামান্য হলেও ক্ষতি করতে পারে।

  • শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৬ বছরের নিচে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

বৈপরীত্য

অতিসংবেদনশীলতা, “থ্রম্বােফেবাইটিস”, অজানা কারণে যােনী হতে রক্তক্ষরণ, অসম্পূর্ণ গর্ভপাত, হরমােনজনিত কার্সিনোেমা, সেরিব্রাল এপােপেক্সি, গর্ভ নিশ্চিত হওয়ার জন্য এবং যকৃতের তীব্র সমস্যা থাকলে। এ ওষুধ ব্যবহার করা উচিত নয়।

অতিরিক্ত সতর্কতা

It should not be used for children younger than 16 years old.

তীব্র ওভারডোজ

Symptoms of overdose may include unusual drowsiness; rapid pulse; fainting; unusual muscle movement or rigidity of the face, neck, or limbs; seizures; and loss of consciousness.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Store in a cool & dry place protected from light & moisture. Keep out of reach of the children.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share