Prozink
Zinc is an essential trace mineral, which means that it must be obtained from the diet since the body cannot make enough. Next to iron, zinc is the most abundant trace mineral in the body. Stored primarily in muscle, zinc is also found in high concentrations in red and white blood cells, the retina of the eye, bones, skin, kidneys, liver, and pancreas. Some of the symptoms of zinc deficiency include loss of appetite, poor growth, weight loss, impaired taste or smell, poor wound healing, skin abnormalities (such as acne, atopic dermatitis and psoriasis), hair loss, night blindness, hypogonadism and delayed sexual maturation, white spots on the fingernails and feelings of depression.
ব্যবহার
ডায়রিয়া চিকিৎসায়, বিশেষ করে ২ মাস থেকে ৫ বছরের শিশুদের ক্ষেত্রে স্কয়ার জিংক (Prozink ইউএসপি) যুদপৎভাবে ওর্যাল রিহাইড্রেশন সল্টস (ORS) এর সাথে ব্যবহৃত হয়। তাছাড়া স্কয়ার জিংক (Prozink ইউএসপি) জিংকের ঘাটতিজনিত অন্যান্য সমস্যা যেমন-ক্ষুধামন্দা, তীব্র বৃদ্ধি হ্রাস, বিকৃত হাড় তৈরী, দুর্বল ইমিউনােলােজিক্যাল সাড়া, পুনঃসংঘটনশীল শসানালী সংক্রমণ, এ্যাকরােডার্মাটাইটিস এ্যান্টেরােপ্যাথিকা, প্যারাকেরাটেটিক ত্বকের ক্ষত, অপূর্ণ এবং বিলম্বিত ক্ষতের আরােগ্য, রক্ত স্বল্পতা, রাতকানা, মানসিক অশান্তি-এ নির্দেশিত।
Prozink এর দাম কত? Prozink এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Prozink |
জেনেরিক | জিংক সালফেট মনােহাইড্রেট |
ধরণ | Suspension, Tablet |
পরিমাপ | 20mg/5ml, 200mg |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | Specific mineral preparations |
উৎপাদনকারী | Asian Continental (pvt) Company, Tripada Healthcare Pvt Ltd |
উপলভ্য দেশ | Pakistan, India |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Prozink খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- ডায়রিয়া চিকিৎসায় : ডায়রিয়া শুরুর পর যত দ্রুত সম্ভব জিংক সেবন করা উচিত।
- ২ থেকে ৬ মাসে শিশু : দৈনিক ১০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন।
- ৬ মাস থেকে ৫ বছরের শিশু : দৈনিক ২০ মি.গ্রা. জিংক করে ১০-১৪ দিন।
অন্যান্য নির্দেশনায় :
- শিশুদের ক্ষেত্রে অনুমােদিত মাত্রা হচ্ছে দৈনিক ২-২.৫ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসাবে।
- ১০ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে: ১০ মি.গ্রা. জিংক দৈনিক ২ বার।
- ১০ কেজি থেকে ৩০ কেজি পর্যন্ত শিশুদের জন্য : ২০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার। প্রাপ্ত বয়স্ক এবং ৩০ কেজি-এর উর্ধ্বে শিশুদের জন্য : ৪০ মি.গ্রা. জিংক দৈনিক ১-৩ বার।
Dispersible Tablet-
- Place the tablet in a teaspoon
- Add adequate amount of water
- Let the tablet dissolve completely
- Give the entire spoonful solution
পার্শ্বপ্রতিক্রিয়া
সাধারণত সুসহনীয়।
সতর্কতা
পেনিসিলামিন এর সাথে একত্রে জিংক লবণ ব্যবহার করলে পেনিসিলামিন-এর কার্যক্ষমতা কমে যেতে পারে।
মিথস্ক্রিয়া
Zinc may inhibit the absorption of concurrently administered tetracyclines, when both are being given an interval of at least 3 hours.
গর্ভাবস্থাকালীন ব্যবহার
Pregnant women and nursing mothers should avoid zinc doses higher than RDA amounts.
বৈপরীত্য
জিংক এর প্রতি অতিসংবেদনশীল। রােগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
Zinc sulphate is corrosive in overdose. Symptoms are corrosion and inflammation of the mucous membrane of the mouth and stomach; ulceration of the stomach followed by perforation may occur. Gastric lavage and emesis should be avoided. Demulcents such as milk should be given. Chelating agents such as sodium edetate may be useful.
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
একত্রে টেট্রাসাইক্লিন এর সাথে প্রদান করলে জিংক, টেট্রাসাইক্লিন এর বিশােষনে বাধা দেয়। উভয়ের প্রদানের সময়ের মধ্যে নুন্যতম তিন ঘন্টা বিরতি দিতে হবে।
সংরক্ষণ
Store in a cool place. The syrup should be protected from light.