Rhubarb Extract + Salicylic Acid
প্রতি ১ মিলি ওরাল সলিউশনে আছে রুবার্ব এক্সট্রাক্ট বিপি ০.০৫ গ্রাম যা এনথ্রাকুইনন গ্লাইকোসাইডস ০.০০৫ গ্রামের সমতুল্য এবং স্যালিসাইলিক এসিড বিপি ০.০১ গ্রাম।ব্যবহার
মিওরাল ওরাল সলিউশন মুখ গহ্বর, মাড়ি ও গলার পাতলা ঝিল্লীর তীব্র ও দীর্ঘমেয়াদী প্রদাহ যেমন অ্যাপথাস আলসার, জ্বটঠুঁটো, জিনজিভাইটিস, পেরিওডোনটাইটিস, দাঁতের প্ল্যাক, দাঁতের অতি সংবেদনশীলতা ও কৃত্রিম দাঁত ব্যবহারজনিত প্রদাহে নির্দেশিত।Rhubarb Extract + Salicylic Acid এর দাম কত? Rhubarb Extract + Salicylic Acid এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Rhubarb Extract + Salicylic Acid |
জেনেরিক | রুবার্ব এ্যাক্সট্রাক্ট + স্যালিসাইলিক এসিড |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | January 7, 2025 at 1:49 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Rhubarb Extract + Salicylic Acid খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রাপ্তবয়স্ক (বার্ধক্যজনিত রোগী): এই ওরাল সলিউশন মুখ গহব্বর ও গলার পাতলা ঝিল্লীর প্রদাহযুক্ত স্থানে দিনে ৩-৪ বার ব্রাশ ব্যবহার করে (কৃত্রিম দাঁত থাকলে তা সরিয়ে) প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর ১৫ মিনিট পর্যন্ত কোন কিছু খাওয়া বা কুলি করা থেকে বিরত থাকতে হবে। প্রতিবার ব্যবহারের পর সাথে সাথে বোতলের মুখ বন্ধ রাখতে হবে। শিশু: ১২ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।