Rupafin

রুপাটাডিন একটি দীর্ঘমেয়াদী কার্যকরী, ননসিডেটিভ হিস্টামিন H1 রিসেপ্টর এন্টাগােনিস্ট। এটি প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকেও (PAF) বাধা প্রদান করে। হিস্টামিন এবং PAF উভয়ই ব্রঙ্কোকনস্ট্রিকশন করে যা ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে। দ্বৈত কার্যপ্রণালীর মাধ্যমে রুপাটাডিন অন্যান্য এন্টিহিস্টামিন থেকে ভালাে কার্যকারিতা দেখায়। এছাড়াও রুপাটাডিনের অন্যান্য এন্টিএলার্জিক বৈশিষ্ট্য আছে। যেমন- ইমিউনােলজিক্যাল এবং নন-ইমিউনােলজিক্যাল স্টিমুলাই দ্বারা মাস্ট সেলের ডিগ্রানুলেশন প্রতিরােধ, সাইটোকাইনের নিঃসরণ প্রতিরােধ, বিশেষভাবে মাস্ট সেল এবং মনােসাইট হতে TNF- এর নিঃসরণ প্রতিরােধ করে।

ব্যবহার

রাইনিটিস, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে। এছাড়া চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, তালুর চুলকানি এবং কাশি নিরাময় করে। রুপাটাডিন ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া উপশম করে।

Rupafin এর দাম কত? Rupafin এর দাম

Rupafin in Bangla
Rupafin in bangla
বাণিজ্যিক নাম Rupafin
জেনেরিক রুপাটাডিন ফিউমারেট
ধরণ Tablet
পরিমাপ 10mg,
দাম
চিকিৎসাগত শ্রেণি Non-sedating antihistamines
উৎপাদনকারী Nicholas Lab
উপলভ্য দেশ Indonesia, Netherlands, Spain
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Rupafin খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

রুপাটাডিন ট্যাবলেটঃ

প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের উর্ধে্ব: ১ টি ট্যাবলেট (১০ মিগ্রা) দিনে ১ টি, খাওয়ার আগে অথবা পরে।

রুপাটাডিন ওরাল সলিউশন:

  • ২-১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেঃ ১/২ চা চামন (২.৫ মিলি) দৈনিক ১ বার, খাওয়ার আগে অথবা পরে।
  • ১০-২৫ কেজি ওজনের শিশু।
  • ২৫ কেজি বা তার বেশি ওজনের শিশু: ১ চা চামচ (৫ মিলি) দৈনিক ১ বার খাবারের আগে অথবা পরে।

পার্শ্বপ্রতিক্রিয়া

ঝিমুনি, মাথাব্যথা, মাথাঘােরা, শুষ্কমুখ, অবসাদ, দূর্বলতা।

সতর্কতা

যাদের QT ইন্টারভ্যাল বেড়ে যায় তাদের ক্ষেত্রে রুপাটাডিন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রােগীর অসংশােধিত হাইপােক্যালামিয়া, নিরবিচ্ছিন্ন প্রােএরিদমেটিক অবস্থা যথা ক্লিনিক্যালি ব্রাডিকার্ডিয়া অথবা একিউট মায়ােকার্ডিয়াল ইস্কেমিয়া আছে তাদের ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। বৃদ্ধ রােগীদের (৬৫ বছর এবং তার চেয়ে বেশী) ক্ষেত্রে রুপাটাডিন সেবন করার ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। যে সকল রােগীর কিডনি অথবা যকৃত কার্যক্রমে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি প্রযােজ্য নয়।

মিথস্ক্রিয়া

ওষুধের সাথে: কিটোকোনাজল/ইরাইথ্রোমাইসিনের সাথে রুপাটাডিন খেলে সিস্টেমিক এক্সপােজার বৃদ্ধি পায়, এ সকল ওষুধ ও অন্যান্য আইসাে-এনজাইম CYP3A4 ইনহিবিটর এর সাথে রুপাটাডিন সতর্কতার সাথে খেতে হবে। স্ট্যাটিন, সিএনএস ডিপ্রেসেন্ট অথবা অ্যালকোহলের সাথে রুপাটাডিন সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।

খাদ্য ও অন্যান্য: জাম্বুরা, জাম্বুরার জুস ও রুপাটাডিন এক সাথে খাওয়া থেকে বিরত থাকা উচিত।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। তবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে রুপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। রুপাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।

বৈপরীত্য

রুপাটাডিন অথবা এর যেকোন উপাদানের প্রতি সংবেদনশীলতা।

অতিরিক্ত সতর্কতা

৬৫ বছরের উর্ধ্বে রুপাটাডিন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।লিভার ও কিডনি অকার্যরকর রোগীদের ক্ষেত্রে: এ ধরণের রোগীদের ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই নির্দেশিত নয়।

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share