SOMA-JECT IM Injection 150 mg/ml এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

ব্যবহার

SOMA-JECT IM Injection 150 mg/ml ইঞ্জেকশন নিম্নবর্ণিত কারণে ব্যবহৃত হয়ঃ ডিম্বক্ষরনে বাধা দেয়া। অন্তজরায়ুর চিকিৎসা। মেটাস্টেটিক অন্তজরায়ুর এবং/অথবা মূত্রনালীর ক্যান্সারের চিকিৎসায়। মাসিক ঋতু স্রাব বন্ধ, নারীর হরমোন নির্ভর স্তন ক্যান্সারের চিকিৎসায়।

SOMA-JECT IM Injection 150 mg/ml এর দাম কত? SOMA-JECT IM Injection 150 mg/ml এর দাম 1 ml vial: ৳ 38.00

SOMA-JECT IM Injection 150 mg/ml in Bangla
SOMA-JECT IM Injection 150 mg/ml in bangla
বাণিজ্যিক নাম SOMA-JECT IM Injection 150 mg/ml
জেনেরিক মেড্রোক্সিপ্রোজেস্টেরন এসিটেট
ধরণ IM Injection
পরিমাপ 150 mg/ml
দাম 1 ml vial: ৳ 38.00
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Social Marketing Company
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা October 19, 2023 at 6:27 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

SOMA-JECT IM Injection 150 mg/ml খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ডিম্বক্ষরনে বাধা: SOMA-JECT IM Injection 150 mg/ml ইঞ্জেকশন ব্যবহারের পূর্বে হালকা ভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে সাসপেনশনটির উপাদান ভালভাবে মিশে যায়। নির্দেশিত মাত্রাঃ ১৫০ মি. গ্রা./মি.লি. ইনজেকশন প্রতি তিন মাস অন্তর প্রয়োগ করতে হবে। প্রথম ডোজটি স্বাভাবিক নিয়মের মাসিক শুরু হবার পাঁচদিনের মধ্যে ব্যবহার করতে হবে।অতি অল্প অভিজ্ঞতার আলোকে গবেষণাকারীগণ মত প্রকাশ করেন ৯০ দিন পূর্বে SOMA-JECT IM Injection 150 mg/ml ইঞ্জেকশন দ্বিতীয় মাত্রা নেবার জন্য, যাতে অস্বাভাবিক মাত্রার ঋতুস্রাব নিয়ন্ত্রন হয়। তৃতীয় মাত্রা সহ পরবর্তী সবগুলো মাত্রাই একটি মাত্রা থেকে আরেকটি মাত্রার ৯০ দিন বিরতিতে ব্যবহার করা উচিত।যদি অস্বাভাবিক স্রাব চলতে থাকে, তাহলে সকল সম্ভাব্য জৈবিক রোগসমূহ সঠিকভাবে পরীক্ষা করে নেয়া উচিত।

পার্শ্বপ্রতিক্রিয়া

ওজন বেড়ে যাওয়া, তলপেট ভারী ভারী লাগা, ব্যাথা অনুভব করা, মাথা ধরা, মানসিক দুশ্চিন্তা। মাসিক বন্ধ থাকা৷ দুই মাসিকের অন্তর্বর্তীকালে রক্তস্রাব হওয়া বা ফোঁটা ফোঁটা রক্তস্রাব। অতিরিক্ত রক্তস্রাব হওয়া। ইনজেকশনের স্থানে সংক্রমণ হওয়া। ঘন ঘন প্রচন্ড মাথা ব্যথা হওয়া এবং চোখে ঝাঁপসা দেখা। পায়ের পেছনে প্রচন্ড ব্যথা হওয়া এবং তা কয়েকদিন স্থায়ী হওয়া। ইনজেকশন নেয়া বন্ধ করার পর দেরীতে গর্ভবতী হওয়া।

সতর্কতা

ইহা নিম্নবর্ণিত এন্ডোক্রাইন বায়োমার্কারের পরিমান কমাতে পারে, যেমনঃ প্লাজমা (রক্তরস)/মুত্রনালী হরমোন (কর্টিসোল, এস্ট্রোজেন, প্রিগনানেডিওল, প্রোজেস্টেরন, টেস্টোসটেরন), প্লাজমা (রক্তরস)/ মুত্রনালীর গোনাট্রপিন (যেমনঃ এল.এইচ এবং এফ.এস.এইচ) এবং যৌন-হরমোন বন্ধক গ্লোবিউলিন।

মিথস্ক্রিয়া

অ্যামাইনোগুটিথিমাইড এর সাথে উচ্চমাত্রার SOMA-JECT IM Injection 150 mg/ml ব্যবহার সেরাম ঘনত্ব কমিয়ে দিতে পারে। SOMA-JECT IM Injection 150 mg/ml এর সম্ভাব্য কার্যক্ষমতা অ্যামাইনোগুটিথিমাইড এর সাথে ব্যবহারের ফলে কমে যাবার ব্যাপারে রোগীর সাবধান হওয়া উচিত।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভধারণের প্রথম চার মাসের মধ্যে ব্যবহার নির্দেশিত নয়।

বৈপরীত্য

জানা অথবা অনুমেয় গর্ভধারণ, জানা অথবা অনুমেয় স্তন ক্যান্সার, গুরুতর লিভার অক্ষমতা, SOMA-JECT IM Injection 150 mg/ml অথবা উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ৩০ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share