Sudamin Tablet (Extended Release) 10 mg+240 mg
Loratadine is a non-sedative histamine H1-receptor antagonist with anti-allergic properties. Loratadine is a long acting tricyclic anti-histamine with selective peripheral H1-receptor antagonistic activity and no central sedative or anti-cholinergic effect.
Pseudoephedrine is an orally active sympathomimetic amine and exerts a decongestant action on the nasal mucosa. This is recognized as an effective agent for the relief of nasal congestion due to allergic rhinitis. It has nasal and bronchial decongestant activity.
Pseudoephedrine is both an α-and β-adrenergic receptor agonist. It causes vasoconstriction via direct stimulation of α-adrenergic receptors of the respiratory mucosa. It also directly stimulates β-adrenergic receptors causing bronchial relaxation, increased heart rate and contractility.
ব্যবহার
সিজনাল এবং পেরেনিয়াল এ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণসমূহ প্রশমনে নির্দেশিত। লােরাটিন প্লাস এ্যালার্জিক রাইনাইটিস অথবা উৰ্দ্ধ শ্বাসনালীর অন্য কোন এলার্জিক কারণে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখ চুলকানাে ও পানি পড়া, ন্যাজাল কনজেশন, নাক ও গলায় চুলকানাে, সাধারণ সর্দির লক্ষণসমূহ এবং সাইনােসাইটিসের কারণে সাইনাসের চাপ বৃদ্ধি সাময়িকভাবে দূর করে।
Sudamin Tablet (Extended Release) 10 mg+240 mg এর দাম কত? Sudamin Tablet (Extended Release) 10 mg+240 mg এর দাম Unit Price: ৳ 7.00 (5 x 10: ৳ 350.00) Strip Price: ৳ 70.00
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Sudamin Tablet (Extended Release) 10 mg+240 mg |
জেনেরিক | লােরাটাডিন + সুডােএফিড্রিন |
ধরণ | Tablet (Extended Release) |
পরিমাপ | 10 mg+240 mg |
দাম | Unit Price: ৳ 7.00 (5 x 10: ৳ 350.00) Strip Price: ৳ 70.00 |
চিকিৎসাগত শ্রেণি | Anti-histamine & decongestant |
উৎপাদনকারী | Ibn Sina Pharmaceuticals Ltd. |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | October 19, 2023 at 6:27 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Sudamin Tablet (Extended Release) 10 mg+240 mg খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
- পূর্ণবয়স্ক ও ১২ বছর এবং তদুর্ধ বয়সী শিশু : ১টি করে ট্যাবলেট দিনে ১ বার।
- ১২ বছরের নীচের বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।
Loratadine & Pseudoephedrine tablet should be administered when both the antihistaminic properties of Loratadine and the nasal decongestant activity of Pseudoephedrine Sulfate are desired in patients 12 years of age and older.
পার্শ্বপ্রতিক্রিয়া
লােরাটাডিন- সুডােএফিড্রিন সালফেট ট্যাবলেট সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্ব-প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘােরা, নিদ্রাহীনতা, শুষ্ক মুখগহ্বর, ঘুম-ঘুম ভাব, নার্ভাসনেস, কান্তি, বদ হজম,ক্ষুধামন্দা, পিপাসা ইত্যাদি উল্লেখযােগ্য।
সতর্কতা
Loratadine and pseudoephedrine sulfate combination tablet should be used with caution in patients with hypertension, diabetes mellitus, ischemic heart disease, increased intraocular pressure, hyperthyroidism, renal impairment or prostatic hypertrophy. Central nervous system stimulation with convulsions or cardiovascular collapse with accompanying hypotension may be produced by sympathomimetic amines.
মিথস্ক্রিয়া
No specific interaction studies have been conducted with loratadine and pseudoephedrine sulfate extended release tablets. However, loratadine (10 mg once daily) has been safely coadministered with therapeutic doses of erythromycin, cimetidine, and Ketoconazole in controlled clinical pharmacology studies.
Loratadine and pseudoephedrine sulfate combination tablet is contraindicated in patients taking monoamine oxidase inhibitors and for 2 weeks after stopping use of an MAO inhibitor. The antihypertensive effects of beta- adrenergic blocking agents, methyldopa, reserpine and veratrum alkaloids may be reduced by sympathomimetics. Increased ectopic pacemaker activity can occur when Pseudoephedrine is used concomitantly with digitalis.
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থায় : প্রাণীদের ক্ষেত্রে এই ওষুধের কোন টেরাটোজেনিক প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র অত্যধিক প্রয়ােজন মনে হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে।
স্তন্যদানকালে : মাতৃদুগ্ধে এই কম্বাইন্ড ড্রাগ নিঃসৃত হয় কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি। তদুপরি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়েছে।
বৈপরীত্য
এই ট্যাবলেটের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তীব্র উচ্চরক্তচাপ, মারাত্মক করােনারী ধমনীর রােগে আক্রান্ত রােগী। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলিটাস, ইস্কেমিক হার্ট ডিজিজ, উচ্চ ইন্ট্রাঅকুলার চাপ, হাইপার থাইরয়েডিজম, রেনাল ইমপেয়ারমেন্ট অথবা প্রস্টেটিক হাইপারট্রপি। যকৃতের সমস্যা যুক্ত রােগীর ক্ষেত্রে এই ওষুধ পরিহার করা উচিত।
অতিরিক্ত সতর্কতা
Use in patients Approximately 60 years age and older: The safety and efficacy in patients greater than 60 years old have not been investigated in placebo-controlled clinical trials. The elderly are more likely to have adverse reactions to sympathomimetic amines.
Use in children: Safety and effectiveness in children below the age of 12 years have not been established.
তীব্র ওভারডোজ
In the event of overdosage, general symptomatic and supportive, measures should be instituted promptly and maintained for as long as necessary. Treatment of overdosage would reasonably consist of emesis (ipecac syrup), except in patients with impaired consciousness, followed by the administration of activated charcoal to absorb any remaining drug. If vomiting is unsuccessful, or contraindicated, gastric lavage should be performed with normal saline. Saline cathartics may also be of value for rapid dilution of bowel contents.
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
Store at a cool and dry place, away from light. Keep out of the reach of children.