ব্যবহার
Supraphen Ophthalmic Ointment 1% এর প্রতি সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট কনজাংকটিভা এবং কর্ণিয়ার সংক্রমণে Supraphen Ophthalmic Ointment 1% নির্দেশিত। এটি স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ই. কোলাই, এইচ. ইনফ্লুয়েঞ্জি, ক্লেবসিয়েলা/এন্টারোব্যাকটার প্রজাতি, মোরাক্সেলা লেকুন্যাটা এবং নিসেরিয়া প্রজাতি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর।
Supraphen Ophthalmic Ointment 1% এর দাম কত? Supraphen Ophthalmic Ointment 1% এর দাম 5 gm tube: ৳ 12.53
Supraphen Ophthalmic Ointment 1% in bangla
বাণিজ্যিক নাম |
Supraphen Ophthalmic Ointment 1% |
জেনেরিক |
ক্লোরামফেনিকল |
ধরণ |
Ophthalmic Ointment |
পরিমাপ |
1% |
দাম |
5 gm tube: ৳ 12.53 |
চিকিৎসাগত শ্রেণি |
|
উৎপাদনকারী |
Gaco Pharmaceuticals Ltd. |
উপলভ্য দেশ |
Bangladesh |
সর্বশেষ সম্পাদনা |
October 19, 2023 at 6:27 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Supraphen Ophthalmic Ointment 1% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রাপ্তবয়স্ক ও শিশু: কনজাংকটিভাল সেক-এ প্রথম ৭২ ঘন্টায় ১-২ ফোটা করে দৈনিক ৪-৬ বার এবং পরবর্তীতে প্রতি ৪ ঘন্টা অন্তর প্রয়োগ করতে হবে। প্রায় ৭ দিন যাবৎ চিকিৎসা চালিয়ে যেতে হবে, কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতীত ৩ সপ্তাহের বেশী ব্যবহার করা উচিত নয়।
পার্শ্বপ্রতিক্রিয়া
স্বল্পমেয়াদী ব্যবহারে তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। অধিকাংশ ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া যেমন জ্বালাপোড়া, চোখে যন্ত্রণা, কনজাংকটিভাল হাইপারেমিয়া, ব্লাড ডিসক্রেসিয়া, এলার্জিক অথবা প্রদাহজনিত প্রতিক্রিয়া, ভেসিকুলার এবং ম্যাকুলোপ্যাপিলার ডার্মাটাইটিস পরিলক্ষিত।
সতর্কতা
অতি সামান্য সংক্রমণে অথবা প্রতিষেধক হিসেবে Supraphen Ophthalmic Ointment 1% অপথ্যালমিক সল্যুশন ব্যবহার করা উচিত নয়। বারংবার এবং দীর্ঘমেয়াদী ব্যবহার পরিত্যাগ করা উচিত। দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে ব্লাড ডিসক্রেসিয়া (গ্র্যানুলোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং রক্তশূন্যতা) হতে পারে।
মিথস্ক্রিয়া
Supraphen Ophthalmic Ointment 1% এবং কাইমোট্রিপসিন একই সাথে প্রয়োগ করা হলে কাইমোট্রিপসিন এর কার্যকারীতা ব্যাহত হতে পারে।
গর্ভাবস্থাকালীন ব্যবহার
গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকালে নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একমাত্র প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত।
বৈপরীত্য
যে সকল রোগীর Supraphen Ophthalmic Ointment 1% অথবা এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।
অতিরিক্ত সতর্কতা
তীব্র ওভারডোজ
স্বল্পমাত্রার অ্যান্টিবায়োটিক বিধায় দূর্ঘটনাবশত খেয়ে ফেললে কোনরূপ বিষক্রিয়া ঘটে না।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
সংরক্ষণ
আলো থেকে দূরে, ঠান্ডা ( ২°-৮° সে. এর মধ্যে) ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ড্রপার টিপ স্পর্শ করা যাবে না এতে সল্যুশনটি নষ্ট হতে পারে। ওষুধটি মুখ খোলার পর ৩০ দিন পর্যন্ত ওষুধটি ব্যবহার করা যাবে।