Tributine এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Tributine

Trimebutine maleate is a noncompetitive spasmolytic agent. It possesses moderate opiate receptor affinity and has marked anti-serotonin activity especially on 'mu' receptors. It induces regulation of spontaneous activity and increases synchronization between electrophysiological spikes and contractions in isolated guinea pig strips of colon and ileum. However, it does not alter normal motility, but regulates abnormal intestinal activity.

ব্যবহার

ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আই বি এস)। অপারেশন পরবর্তী প্যারালাইটিক আইলিয়াছ।

Tributine এর দাম কত? Tributine এর দাম

Tributine in Bangla
Tributine in bangla
বাণিজ্যিক নাম Tributine
জেনেরিক ট্রাইমেবিউটিন ম্যালিয়েট
ধরণ Suspension, Tablet
পরিমাপ 24mg/5ml, 100mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Anticholinergics
উৎপাদনকারী Raazee Theraputics (pvt) Ltd,
উপলভ্য দেশ Pakistan
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Tributine খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

প্রাপ্ত বয়স্কদের জন্য ১-২ টি ট্যাবলেট (১০০-২০০ মি.গ্রা.) দিনে ৩ বার (খাবারের পূর্বে) খেতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া

ট্রাইমেবিউটিন সাধারণত সুসহনীয়। খুব কম ক্ষেত্রে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় সেগুলাে হল- শুষ্ক মুখ, বিস্বাদ, ডায়রিয়া, বদহজম, পেট ব্যথা, বমিবমি, কোষ্ঠকাঠিন্য, ঝিমুনী, মাথাব্যথা ইত্যাদি।

সতর্কতা

Elderly, pregnancy and lactation

মিথস্ক্রিয়া

Trimebutine maleate increases the duration of d-tubocurarine-induced curarization. No other druginteractions have been observed during clinical trial or otherwise reported.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ট্রাইমেবিউটিন এর ব্যবহার নিরাপদ কিনা তা এখনও প্রতিষ্ঠিত নয়। যদিও প্রাণীদের উপর পরীক্ষায় গর্ভাবস্থায় ভ্রুণের ঝুঁকির কোন প্রমাণ পাওয়া যায়নি। যদিও মায়ের দুধে ট্রাইমেবিউটিন এর নিঃসরণের কোন তথ্য নেই, স্তন্যদানকারী মায়েদের এটি অন্যান্য ওষুধের মত কেবল সুনির্দিষ্ট প্রয়ােজন হলেই ব্যবহার করা উচিত।

বৈপরীত্য

Tributine এর প্রতি অতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে এর ব্যবহার করা যাবে না।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

No evidence of overdosage have been reported to date. However, if overdosage should occur following oral administration, gastric lavage is recommended. Treatment should be made according to the symptoms observed.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

ক্লিনিক্যাল পরীক্ষায় অন্য ওষুধের সাথে Tributine এর কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।

সংরক্ষণ

Store in a cool and dry place, protected from light and moisture. Keep out of the reach of children.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share