Trimazole Topical Solution 1% এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

ব্যবহার

ডার্মাটোফাইটস্-এর কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস (যেমন-ট্রাইকোফাইটন প্রজাতি)। ইষ্ট-এর কারণে সব ধরনের ডার্মাটোমাইকোসিস (যেমন-ক্যানডিডা প্রজাতি)। মােল্ডস এবং অন্যান্য ছত্রাক এর কারণে ডার্মাটোমাইকোসিস। এই সব ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকীয় রােগ। উপরোক্ত নির্দেশনার অন্তর্ভুক্ত ত্বকের সংক্রমণের কিছু উদাহরণ: ইন্টারডিজিটাল মাইকোসিস (যেমন- অ্যাথলেটস ফুট), প্যারােনাইকিয়া (নখের মাইকোসিস সহ), ত্বকের ভাজের ভিতরে মাইকোসিস, ক্যানডিডা ভালভাইটিস, ক্যানডিডা ব্যালানিটিস, পিটাইরিয়াসিস ভারসিকলার এবং ইরাইথ্রেসমা।

Trimazole Topical Solution 1% এর দাম কত? Trimazole Topical Solution 1% এর দাম 20 ml bottle: ৳ 68.00

Trimazole Topical Solution 1% in Bangla
Trimazole Topical Solution 1% in bangla
বাণিজ্যিক নাম Trimazole Topical Solution 1%
জেনেরিক ক্লোট্রিমাজল (টপিক্যাল)
ধরণ Topical Solution
পরিমাপ 1%
দাম 20 ml bottle: ৳ 68.00
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Opsonin Pharma Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Trimazole Topical Solution 1% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ক্লোট্রিমাজল ক্রীম: আক্রান্ত স্থান ও তার চার পাশে দৈনিক ২-৩ বার পাতলা করে ঘষে লাগাতে হবে। যেহেতু অত্যন্ত কার্যকর, তাই হাতের তালুর আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রীম আক্রান্ত স্থানের জন্য যথেষ্ট। চিকিৎসার সম্পূর্ণ সাফল্যের জন্য, ক্লোট্রিমাজল ক্রীমের নির্ভরযােগ্য ও কার্যকরী দীর্ঘ সময়ের প্রয়ােগ খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার সময়কাল পরিবর্তনশীল, এটি রােগের ব্যাপ্তি এবং আক্রান্ত স্থানসহ অন্যান্য কারণের উপর নির্ভর করে।চিকিৎসার নির্দেশিত সময়কাল- ডার্মাটোমাইকোসিস: ৩-৪ সপ্তাহ ক্যানডিডা ভালভাইটিস এবং ক্যানডিডা ব্যালানিটিস: ১-২ সপ্তাহ ইরাইথ্রেসমা এবং পিটাইরিয়াসিস ভারসিকলার: প্রায় ৩ সপ্তাহ পায়ে ছত্রাকের সংক্রমণে, পুনরাবৃত্তি প্রতিরােধে, রােগের সব ধরনের লক্ষণসমূহ চলে যাওয়ার পরেও ২ সপ্তাহের জন্য চিকিৎসা অব্যাহত রাখতে হবে। ধৌতকরণের পরে, পুঙ্খানুপুঙ্খভাবে পা শুকনাে রাখতে হবে (বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যের স্থানসমূহ)। ক্লোট্রিমাজল ক্রীম গন্ধহীন, ধুয়ে ফেলা যাবে এবং জামা-কাপড়ে দাগ ফেলে না।ক্লোট্রিমাজল টপিক্যাল সল্যুসন: এটি প্রভাবিত জায়গাগুলিতে অল্প পরিমাণে প্রয়োগ করুন এবং প্রতিদিন দুই থেকে তিনবার আলতো করে ঘষুন।

পার্শ্বপ্রতিক্রিয়া

টপিক্যালি প্রয়ােগের ক্ষেত্রে, ক্লোট্রিমাজল ভালভাবে গ্রহণযােগ্য। বাহ্যিক প্রয়ােগের ক্ষেত্রে সিসটেমিক প্রভাব পরিলক্ষিত হয় না। স্থানীয় জ্বালা-পােড়ার অনুভূতি খুব কম ক্ষেত্রেই ঘটে থাকে কিন্তু উপসর্গগুলিকে ক্ষতিকর হিসেবে গণ্য করা হয় না।

সতর্কতা

মিথস্ক্রিয়া

কোন তথ্য পাওয়া যায় নি।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ক্লোট্রিমাজলের ব্যবহার শুধু মাত্র তখনই করা উচিত যখন এর প্রয়ােজনীয়তা চিকিৎসক কর্তৃক বিবেচিত হবে।

বৈপরীত্য

ক্লোট্রিমাজলের প্রতি অতি সংবেদনশীলতা।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলো ও আর্দ্রতা থেকে দূরে, ২৫ ডিগ্রী সেঃ তাপমাত্রার নীচে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share