Trinon Cream 0.025% এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

ব্যবহার

একনি ভালগারিস (ব্রণ) যেখানে কমেডনস্‌, প্যাপিউলস্ এবং পাসটিউলস্ প্রাধান্য বিস্তার করে সেখানে শুধুমাত্র বাহ্যিকভাবে ট্রিটিনয়েন ক্রীম ত্বকের উপর ব্যবহার করা যেতে পারে।

Trinon Cream 0.025% এর দাম কত? Trinon Cream 0.025% এর দাম 10 gm tube: ৳ 46.70

Trinon Cream 0.025% in Bangla
Trinon Cream 0.025% in bangla
বাণিজ্যিক নাম Trinon Cream 0.025%
জেনেরিক ট্রিটিনয়েন (টপিক্যাল)
ধরণ Cream
পরিমাপ 0.025%
দাম 10 gm tube: ৳ 46.70
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Renata Limited
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Trinon Cream 0.025% খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ট্রিটিনয়েন ক্রীমটি আক্রান্ত স্থানে আলতোভাবে দিনে এক থেকে দু’বার প্রয়োগ করা উচিত। প্রয়োগের পূর্বে ত্বক অবশ্যই ভালভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। মনে রাখা উচিত, ওষুধের ক্রিয়া পরিলক্ষিত হওয়ার জন্য ওষুধটি ৬ থেকে ৮ সপ্তাহ প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। ট্রিটিনয়েন ক্রীম ব্যবহারের সময় ময়েশ্চারাইজার এবং সব ধরনের প্রসাধন সামগ্রী ব্যবহার করা যাবে কিন্তু যুগপৎভাবে নয়। ট্রিটিনয়েন টয়লেট্রিজ ব্যবহার করা উচিত নয়।

পার্শ্বপ্রতিক্রিয়া

ট্রিটিনয়েন বাহ্যিকভাবে ব্যবহারের ফলে প্রাথমিক পর্যায়ে সাধারণত জ্বালাপোড়া, অথবা সামান্য চুলকানি হতে পারে, প্রয়োগ স্থানে লালচে ভাব এবং ত্বকের উপরের পাতলা আবরণ উঠে যেতে পারে। যদি চুলকানি খুব মারাত্মক এবং দীর্ঘক্ষণ ধরে স্থায়ী হয় তা হলে ইহার ব্যবহার বন্ধ করা উচিত এবং প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

সতর্কতা

ট্রিটিনয়েন ঠোঁট, মুখ গহ্বর, চোখ, চোখের পাতা, নাসারন্ধ্র অথবা অন্যান্য মিউকাস ঝিল্লীর সংস্পর্শে আসা উচিত নয়। যদি সংস্পর্শ ঘটে তবে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ত্বকের সংবেদনশীল স্থান যেমন- গ্রীবায় ক্রীমটি সতর্কতার সাথে প্রয়োগ করা উচিত। ফাঁটা, দাদ সমৃদ্ধ অথবা সূর্যরশ্মি ঝল্‌সিত ত্বকে ক্রীমটি ব্যবহার করা যাবে না।

মিথস্ক্রিয়া

ট্রিটিনয়েন এর সাথে অন্যান্য ত্বকীয় ব্রণ চিকিৎসা খুব সতর্কতার সাথে করা উচিত। বিশেষ সতর্কাবস্থা অবলম্বন করা উচিত যখন এমন কোন প্রিপারেশন ব্যবহার করা হয়। যাতে ত্বকের উপরিভাগের পাতলা আবরণ উঠে যাওয়ার উপাদান থাকে, উদাহরণ- বেনজয়েল পারঅক্সাইড। ট্রিটিনয়েন এবং বেনজয়েল পারঅক্সাইড পর্যায়ক্রমে ব্যবহার করা সম্ভব। উপদেশ বিধি অনুযায়ী সকালে ট্রিটিনয়েন এবং সন্ধ্যাবেলা বেনজয়েল পারঅক্সাইড ব্যবহার করা যেতে পারে অথবা একদিন ট্রিটিনয়েন এবং পরের দিন বেনজয়েল পারঅক্সাইড এই হিসাবে দুটো ক্রীমই পাশাপাশি ব্যবহার করা যেতে পারে।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

ট্রিটিনয়েন গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে বাহ্যিকভাবে ব্যবহার করলে নিরাপদ, এর স্বপক্ষে খুব অপর্যাপ্ত প্রমানাদি আছে। ট্রিটিনয়েন মানবদেহে রক্ত সংবহনতন্ত্রীয় পথে প্রয়োগের ফলে বর্ধনশীল ভ্রুণে বিকৃত গঠন সৃষ্টি হয়। সুতরাং ইহা গর্ভবর্তী এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

বৈপরীত্য

ট্রিটিনয়েন এর উপাদানের প্রতি যাদের সংবেদনশীলতা আছে তাদের ক্রীমটি ব্যবহার করা উচিত নয়। এই ক্রীমটি তাদের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত নয় যাদের ব্যক্তিগত এবং পারিবারিকভাবে ত্বক ক্যান্সারের ইতিহাস আছে।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ঠাণ্ডা ও শুরুনো স্থানে রাখুন।

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share