Tygevel এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Tygevel

Tetracycline exhibits its bacteriostatic action by reversibly binding to the 30S subunits of the ribosome, thus preventing protein synthesis and arresting cell growth. It has a broad spectrum of antimicrobial activity including Chlamydiaceae, Mycoplasma spp., Rickettsia spp., spirochaetes, many aerobic and anaerobic gm+ve and gm-ve pathogenic bacteria and some protozoa.

ব্যবহার

  • ইহা চোখের বহির্ভাগের সংক্রমণ চিকিৎসায় নির্দেশিত হয়।
  • চোখের কনজাঙ্কটিভা এবং কর্নিয়ায় টেট্রাসাইক্লিন জাতীয় ঔষধের প্রতি সংবেদনশীল রােগজীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণে এ-টেট্রা আই অয়েন্টমেন্ট দ্বারা সৃষ্ট সংক্রমণে এ-টেট্রা আই অয়েন্টমেন্ট ব্যবহৃত হয়।
  • ইহা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, রিকেটসিয়া স্পাইরােকিটস্, ভাইরাস এবং কিছু কিছু প্রােটোজোয়ার বিরুদ্ধে কার্যকর।

Tygevel এর দাম কত? Tygevel এর দাম

Tygevel in Bangla
Tygevel in bangla
বাণিজ্যিক নাম Tygevel
জেনেরিক টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড (Eye/Ear)
ধরণ Injection
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Ophthalmic antibacterial drugs
উৎপাদনকারী Kinedex Healthcare Pvt Ltd
উপলভ্য দেশ India
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Tygevel খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ট্যাবলেট : ১/২- ১ টি ট্যাবলেট (২৫০ - ৫০০ মি.গ্রা.) ৬ ঘন্টা পর পর খেতে হবে।
  • খাওয়ার ১ঘন্টা পূর্বে অথবা ২ ঘন্টা পরে পানিসহ খেতে হবে।
  • ক্যাপসুল : প্রাপ্ত বয়স্কদের জন্য স্বাভাবিক সেবনমাত্রা হচ্ছে ২ - ৪ টি ক্যাপসুল (১ - ২ গ্রাম) যা দুই অথবা চারটি সমবিভক্ত মাত্রায়, রােগের তীব্রতার উপর নির্ভর করে খেতে হবে।
  • খাওয়ার ১ ঘন্টা পূর্বে অথবা ২ ঘন্টা পরে ক্যাপসুল প্রচুর পরিমান পানি সহ খেতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্বপ্রতিক্রিয়া

উচ্চ মাত্রায় পাকস্তান্ত্রিক গােলযােগ, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া এবং মিউকোসার জ্বালাপােড়া দেখা দিতে পারে। অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখের শুষ্কতা, গসাইটিস, জিহ্বার রং পরিবর্তন, স্টমাটাইটিস এবং ডিসপেপসিয়া। মৃদু ইন্ট্রাক্রেনিয়াল উচ্চরক্তচাপ, প্যানক্রিয়েটাইটিস, সিডােমেমব্রেনাস কোলাইটিসও দেখা দিতে পারে।

সতর্কতা

  • লিভারের গােলযােগে সাবধানতার সঙ্গে দিতে হবে।
  • টেট্রাসাইক্লিন এর সঙ্গে হেপাটোটক্সিক ড্রাগ যেমন ইরাইথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, আইসােনিয়াজিড, সালফোনামাইড দেওয়া যাবে না।
  • যে সকল রােগীদের টেট্রাসাইক্লিনের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে টেট্রাসাইক্লিন দেওয়া যাবে না।
  • সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাসে টেট্রাসাইক্লিন ব্যবহার নিষিদ্ধ।
  • মারাত্মক মূত্রগ্রন্থি সংক্রান্ত জটিলতায় টেট্রাসাইক্লিন ব্যবহার করা উচিত নয় অথবা হ্রাসকৃত মাত্রায় ব্যবহার করতে হবে।

মিথস্ক্রিয়া

Impaired absorption with antacids containing divalent and trivalent cations (e.g. Al, Ca, Mg), Fe, Zn and Na bicarbonate preparations, kaolin-pectin, bismuth subsalicylate, sucralfate, strontium ranelate, colestipol and colestyramine. May interfere with the bactericidal action of penicillin. May potentiate the effect of anticoagulants. May decrease efficacy of oral contraceptives. Nephrotoxic effects may be exacerbated by diuretics or other nephrotoxic drugs. May increase the hypoglycaemic effect of insulin and sulfonylureas in patients with DM. May increase toxic effects of ergot alkaloids and methotrexate.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

নিশ্চিত প্রয়ােজন ছাড়া গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার নিষেধ।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার : শিশুদের (গর্ভাবস্থার শেষার্ধ, শৈশবকাল এবং ৮ বৎসরের কম বয়স্ক শিশু) দাঁতের গঠনের সময় টেট্রাসাইক্লিন ব্যবহারে স্থায়ীভাবে দাঁতের রং পরিবর্তন হতে পারে।

বৈপরীত্য

ঔষধ ব্যবহারের অনিয়মের জন্য অসংবেদনশীল জীবাণুর বংশবৃদ্ধি ঘটে ফলে সঠিক ও নিয়মিত ঔষধ ব্যবহার করা উচিত। টেট্রাসাইক্লিনের প্রতি অতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

টেট্রাসাইক্লিন ও মিথােক্সিফুরেন একসঙ্গে দিলে নেফ্রোটক্সিসিটি দেখা দিতে পারে। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য এবং ক্যালসিয়াম, এলুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামযুক্ত এন্টাসিড টেট্রাসাইক্লিনের শােষণ ব্যাহত করে এবং সিরাম লেভেল কমিয়ে দেয়। পেনিসিলিন এবং টেট্রাসাইক্লিন একত্রে দিলে পেনিসিলিনের এন্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা ব্যাহত হয়।

সংরক্ষণ

Store below 25°C. Keep out of the reach of children. Store the medicine in a closed container at room temperature, away from heat, moisture, and direct light. Keep from freezing. Do not keep outdated medicine or medicine no longer needed.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share