আলটিমা এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

আলটিমা

Etoricoxib is a non-steroidal anti-inflammatory drug (NSAID) that exhibits anti-inflammatory, analgesic, and antipyretic activities. Etoricoxib is a potent, orally active & highly selective cyclooxygenase-2 (COX-2) inhibitor. COX-2 is primarily responsible for the synthesis of prostanoid mediators of pain, inflammation and fever. Etoricoxib decreases these clinical signs and symptoms effectively with decreased GI toxicity. Moreover it has no effect on platelet function.

ব্যবহার

অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আথ্রাইটিস, অন্যান্য দীর্ঘস্থায়ী মাংসপেশীর ব্যাধি, তীব্র বাত, ডিসমেনােরিয়া এবং ডেন্টাল সার্জারী পরবর্তব্যথা ও প্রদাহ উপশমে নির্দেশিত।

আলটিমা এর দাম কত? আলটিমা এর দাম

আলটিমা in Bangla
Ultima in bangla
বাণিজ্যিক নাম আলটিমা
জেনেরিক ইটোরিকক্সিব
ধরণ ট্যাবলেট
পরিমাপ 125mg/5ml, 250mg, 500mg
দাম
চিকিৎসাগত শ্রেণি Non-steroidal Anti-inflammatory Drugs (NSAIDs)
উৎপাদনকারী Symbiosis Life Sciences Ltd, Macter International (pvt) Ltd,
উপলভ্য দেশ India, Pakistan
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

আলটিমা খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • ৬০-১২০ মি.গ্রা. দিনে ১ বার।

পার্শ্বপ্রতিক্রিয়া

মুখ শুকিয়ে যাওয়া, স্বাদে গন্ডগােল,মুখে ক্ষত, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, রুচি ও ওজনের পরিবর্তন, বুকে ব্যথা, অবসাদ, প্যারেস্থেসিয়া, ইনফ্লুয়েঞ্জার মত উপসর্গ এবং মাংসপেশীর ব্যথা।

সতর্কতা

A patient with decreased liver & kidney function, dehydration, hypertension, heart failure, GI perforation & patients over 65 years of age. Use in Pregnancy and Lactation As with other drugs known to inhibit prostaglandin synthesis, use of it should be avoided in late pregnancy because it may cause premature closure of the ductus arteriosus. It should be used during the first two trimesters of pregnancy only if the potential benefit justifies the potential risk to the foetus. It is not known whether this drug is excreted in human milk.

মিথস্ক্রিয়া

Oral anticoagulants, diuretics and ACE inhibitors, Acetylsalicylic acid, Cyclosporin and Tacrolimus, Lithium, Methotrexate, oral contraceptives, Prednisone/Prednisolone, Digoxin, drugs metabolized by sulfotransferases (Ethinyl Estradiol), drugs metabolized by CYP isoenzymes, Ketoconazole, Rifampicin, and Antacids have interaction with Etoricoxib.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

সুফলের মাত্রা ভ্রুণের ক্ষতির সম্ভাবনা থেকে বেশী হলে গর্ভাবস্থার প্রথম ও মাঝের তিন মাসে ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি।

বৈপরীত্য

আলটিমা-এর প্রতি অতিসংবেদনশীলতা, সক্রিয় পেপটিক আলসার, পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, ইনফ্লামেটরী বাওয়েল ডিজিজ, তীব্র কনজেসটিভ হার্ট ফেইলিওর এবং ১৬ বছর বয়সের নীচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যে সব রােগীর ক্ষেত্রে এসিটাইল স্যালিসাইলিক এসিড বা অন্যান্য ননস্টেরয়ডালপ্রদাহরােধী ওষুধ ব্যবহারের ফলে হাঁপানী, তীব্র রাইনাইটিস, নাকের পলিপ, এনজিওনিউরােটিক ইডিমা, আর্টিকারিয়া পরিলতি হয়, সে সব রােগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

Symptoms: GI and cardiorenal events.

Management: Symptomatic and supportive treatment. Remove unabsorbed material from the GI tract.

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

মুখে খাওয়ার এন্টিকুয়াগুলেন্টস্, মূত্রবর্ধক, এ সি ই ইনহিবিটর, এসিটাইল স্যালিসাইলিক এসিড, সাইক্লোস্পােরিন, ট্যাক্রোলিমাস, লিথিয়াম, মেথােট্রিক্সেট, জন্মনিরােধক বড়ি, প্রেডনিসােলােন, ডিগক্সিন, ইথিনাইল ইস্ট্রাডিওল, কিটোকোনাজোল, রিফামপিসিন এবং এন্টাসিড ।

সংরক্ষণ

Store at a cool & dry place protected from light & moisture. Keep out of reach of children.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share