Valaciclovir Sades এর কাজ, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা - MedicineBangla

Valaciclovir Sades

Valacyclovir is the hydrochloride salt of L-valyl ester of the antiviral drug acyclovir. Valacyclovir is an antiviral drug. It slows the growth and spread of the herpes virus so that the body can fight off the infection. Valacyclovir lessens the symptoms of infections and shortens the length of time of sickness. Valacyclovir is used in the treatment and suppression of genital herpes, shingles and cold sores.

ব্যবহার

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: হারপিস ল্যাবিয়ালিস, জেনিটাল হারপিস, হারপিস জোস্টার। শিশুদের ক্ষেত্রে: হারপিস ল্যাবিয়ালিস, চিকেন পক্স।

Valaciclovir Sades এর দাম কত? Valaciclovir Sades এর দাম

Valaciclovir Sades in Bangla
Valaciclovir Sades in bangla
বাণিজ্যিক নাম Valaciclovir Sades
জেনেরিক ভ্যালাসাইক্লোভির
ধরণ
পরিমাপ
দাম
চিকিৎসাগত শ্রেণি Herpes simplex & Varicella-zoster virus infections
উৎপাদনকারী
উপলভ্য দেশ Portugal
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Valaciclovir Sades খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেবন মাত্রা হারপিস ল্যাবিয়ালিস: ২ গ্রাম করে প্রতি ১২ ঘন্টা পর পর, ১ দিন।
  • জেনিটাল হারপিস: প্রাথমিক অবস্থায় ১ গ্রাম করে দিনে ২ বার, ১০ দিন।
  • পূনঃসংক্রমণের ক্ষেত্রে ৫০০ মি.গ্রা. দিনে ২ বার, ৩ দিন।
  • সাপ্রেসিভ থেরাপি: ইমিউনােকমপিটেন্ট রােগীদের ক্ষেত্রে পরিবর্তিত মাত্রা, যে সকল রােগীদের ক্ষেত্রে বছরে ৯ বার পূনঃসংক্রমণ ঘটে।
  • এইচআইভি আক্রান্ত রােগীদের ক্ষেত্রে: ১ গ্রাম দিনে ১ বার, ৫০০ মি.গ্রা. দিনে ১ বার ৫০০ মি.গ্রা. দিনে ২ বার হারপিস জোস্টার ১ গ্রাম দিনে ৩ বার, ৭ দিন।
  • শিশুদের ক্ষেত্রে সেবন মাত্রা: হারপিস ল্যাবিয়ালিস (কোল্ড সাের) (< ১২ বছর) ২ গ্রাম করে দিনে ২ বার, ১ দিন। চিকেন পক্স ২০ মি.গ্রা./কেজি দিনে ৩ বার, ৫ দিন; দিনে সর্বোচ্চ ১ গ্রাম করে ৩ বার সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: বৃক্কের কার্যক্ষমতায় সমস্যাজনিত রােগীদের ক্ষেত্রে Valaciclovir Sadesের সেবন মাত্রা কমাতে হবে।
  • একই সতর্কতা অবলম্বন করতে হবে বয়স্ক রােগী যারা নেফ্রোটক্সিক ওষুধ সেবন করছে তাদের ক্ষেত্রে।

পার্শ্বপ্রতিক্রিয়া

চুলকানি, অন্ত্রনালীর অসুবিধা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন এর পরিমান বৃদ্ধি পাওয়া, রক্তে বিভিন্ন উপকরণ কমে যাওয়া, মাথাব্যথা, স্নায়ুবিক বিক্রিয়া, ক্লান্তি।

সতর্কতা

Dosage reduction is recommended when administering valacyclovir to patients with renal impairment. Similar caution should be exercised when administering valacyclovir to geriatric patients and patients receiving potentially nephrotoxic agents. The safety and efficacy of valacyclovir have not been established in immuno compromised patients other than for the suppression of genital herpes in HIVinfected patients

মিথস্ক্রিয়া

No dosage adjustment is recommended when valacyclovir is coadministered with digoxin, antacids, thiazide diuretics, cimetidine or probenecid in subjects with normal renal function.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থার জন্য ক্যাটাগরি ‘বি’ ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহারের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি তবে যখন ভ্রণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমানিত হবে তখনই Valaciclovir Sades দেয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। করতে হবে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: খাদ্য এবং অন্য ওষুধের সাথে তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যাদের রেচনতন্ত্র স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে অন্য ওষুধ যেমন- ডিগক্সিন, এন্টাসিড, থায়াজাইড ডাইইউরেটিক, সিমেটিডিন বা প্রােবেনেসিড গ্রহণের সময় সেবন মাত্রার কোন রকম পরিবর্তন প্রয়ােজনীয় নয়।

বৈপরীত্য

Valacyclovir is contraindicated in patients with a known hypersensitivity or intolerance to valacyclovir, acyclovir, or any component of the formulation.

অতিরিক্ত সতর্কতা

Pediatric Use: Safety and effectiveness of valacyclovir in pre-pubertal pediatric patients have not been established. Elderly Use (Over 65 yr.): Elderly patients may require a dose reduction of valacyclovir due to a low body weight or disorders (renal, CNS etc.) associated with aging.

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Store in cool & dry place, away from children.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share