ভারগন

Prochlorperazine is a potent phenothiazine antipsychotic, derivative of the piperazine group, now largely used as an antiemetic and to treat vertigo. The effects of this drug is apparent at all levels of the nervous system. It antagonizes postsynaptic dopamine D1 receptor that activates adenylate cyclase and synthesis of cAMP. It also antagonizes D2 receptors which do not activate adenylate cyclase. It also inhinits pre- and post synaptic adrenoreceptors and also acetylcholine, serotonin and histamine receptors. These various pharacodynamic actions combine to produce not only antipsychotic, but also central antiemetic and sedative effects.

ব্যবহার

রেডিয়েশন থেরাপি, ক্যান্সার কেমােথে রাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য অবস্থাজনিত তীব্র বমি বমিভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথাঘােরা, মেনিয়ার্স রােগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন- সিজোফ্রেনিয়া তীব্র মানসিক বৈকল্য সাধারণ উদ্বেগ।

ভারগন এর দাম কত? ভারগন এর দাম

ভারগন in Bangla
Vergon in bangla
বাণিজ্যিক নাম ভারগন
জেনেরিক প্রােক্লোরপেরাজিন
ধরণ ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন
পরিমাপ 5mg, 5mg/5ml, 12.5mg/ml
দাম
চিকিৎসাগত শ্রেণি Anti vertigo drugs, Anti-emetic drugs
উৎপাদনকারী Opsonin Pharma Ltd
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা September 19, 2023 at 7:00 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ভারগন খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • বমিরােধক শিশু (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়): ১০-১৪ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার, সর্বোচ্চ দৈনিক ৭.৫ মি.গ্রা. ১৫-১৮ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার, সর্বোচ্চ দৈনিক ১০ মি.গ্রা.।
  • ১৯-৩৯ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ৩ বার অথবা ৫ মি.গ্রা., দৈনিক ২ বার, সর্বোচ্চ দৈনিক ১৫ মি.গ্রা.।
  • আইএম : ০.১০-০.১৫ মি.গ্রা./কেজি/ডােজ; সাধারণ মাত্রা: ০.১৩ মি.গ্রা./কেজি/ডােজ; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।
  • প্রাপ্ত বয়স্ক: মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. আই এম : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. শল্য চিকিৎসাজনিত বমি প্রাপ্ত বয়স্ক : আই এম : ৫-১০ মি.গ্রা. (চিকিৎসা শুরুর ১-২ ঘন্টা পূর্বে), প্রয়ােজন হলে পুনর্বার দিতে হবে।
  • মানসিক চিকিৎসায় শিশু : ২-১২ বছর (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়) মুখে : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার; দৈনিক সর্বোচ্চ ২০ মি.গ্রা. (২-৫ বছর বয়সী বাচ্চাদের) এবং ২৫ মি.গ্রা. (৬-১২ বছর বয়সী বাচ্চাদের) আই এম: ০.১৩ মি.গ্রা./কেজি/ডােজ; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।
  • প্রাপ্ত বয়স্ক : মুখে : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার; মারাত্মক ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ১৫০ মি.গ্রা. প্রয়ােজন হতে পারে। আই এম: মারাত্মক ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা, প্রতি ৪-৬ ঘন্টা অন্তর; যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।
  • সাধারণ উদ্বেগ প্রাপ্ত বয়স্ক মুখে : সাধারণ মাত্রা- দৈনিক ১৫-২০ মি.গ্রা. বিভক্ত মাত্রায়। দৈনিক ২০ মি.গ্রা. এর বেশি অথবা ১২ সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয়।
  • বৃদ্ধ : প্রাথমিক মাত্রা- ২.৫-৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার; প্রতি ৪-৭ দিন অন্তর, দৈনিক ২.৫-৫ মি.গ্রা. মাত্রা বৃদ্ধি করা যেতে পারে; কার্যকারিতা বেশি পেতে বা পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দৈনিক মাত্রার বিরতিকাল বাড়াতে হবে (যেমন- দৈনিক ২-৩ বার)। প্রয়ােগ মুখে, আই এম দেয়া যেতে পারে। খাবারের সাথে কোন সম্পর্ক নেই।

পার্শ্বপ্রতিক্রিয়া

Drowsiness, jaw, neck, and back muscle spasms, fine worm-like tongue movements, rhythmic face, mouth, or jaw movements, slow or difficult speech, difficulty swallowing, restlessness and pacing, tremors, shuffling walk, skin rash, yellowing of the skin or eyes.

সতর্কতা

রক্তচাপে খুব বেশি তারতম্য যকৃত অথবা হৃদপিন্ডের সমস্যা, রেইজ সিনড্রোম, এলকোহল অথবা ওষুধের প্রতি নির্ভরশীলতা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সমস্যা, রক্তে সমস্যা, এলার্জি দেখা দিতে পারে। গাড়ি অথবা যন্ত্রপাতি চালনার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়ােজন। এলকোহল ব্যবহারে তীব্র ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। এই ওষুধ সূর্যালােকের প্রতি প্রতিক্রিয়া বৃদ্ধি করতে পারে; তাই দীর্ঘ সময় সূর্যালােকে থাকা এড়িয়ে চলতে হবে কিংবা সূর্যালােক থেকে বাঁচার জন্য সানস্ক্রীন অথবা প্রয়ােজনীয় কাপড় ব্যবহার করতে হবে। এই ওষুধ ব্যবহারে গরমে জ্ঞান হারানাের ঘটনা ঘটতে পারে।

মিথস্ক্রিয়া

Alcohol, barbiturate & other sedatives may increase the CNS depressant action. Some drugs like Antacids, antiparkinson's drug, lithium may interfere the absorption of Prochlorperazine. This drug may interfere the plasma concentration of Propanolol, Phenobarbital.

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারে ক্ষতিকর কোন প্রতিক্রিয়া জানা যায়নি। পার্শ্ব প্রতিক্রিয়া: ঘুম ঘুম ভাব। চোয়াল, গলা, পিছনের পেশী সংকুচিত হওয়া অস্বাভাবিক জিহ্বা, মুখমন্ডল নড়াচড়া ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া গিলতে কষ্ট হওয়া অস্থিরতা কাঁপুনি এলােমেলাে হাঁটা। চামড়ায় ফুসকুড়ি ওঠা হলদেটে চোখ অথবা চামড়া।

বৈপরীত্য

ভারগন অথবা এর সদৃশ কোন উপাদানের প্রতি অতি মাত্রায় প্রতিক্রিয়াশীল হলে।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

গভীর ঘুম, কোমা, এক্সট্রা পাইরিমিডাল সিম্পটম, অস্বাভাবিক পেশী নড়াচড়া এবং নিম্ন রক্তচাপ।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

এ্যালকোহল, বারবিচুরেট এবং অন্যান্য ঘুমের ওষুধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবদমনকারী ক্রিয়াকে বাড়িয়ে দিতে পারে। এন্টাসিড, পারকিনসন’স রােগের ওষুধ এবং লিথিয়াম ভারগনের শােষণে হস্তক্ষেপ করে। এই ওষুধ প্লাসমায় প্রােপানােলল এবং ফেনােবারবিটাল এর ঘনত্বে হস্তক্ষেপ করতে পারে।

সংরক্ষণ

Store in a cool and dry place, protected from light and moisture.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share