Vitamin B complex + Vitamin C
প্রতিটি ক্যাপসুলে আছে অ্যাসকরবিক এসিড বিপি ১৭৫ মিগ্রা ক্যালসিয়াম ডি প্যানটোথিনেট বিপি ২৫ মিগ্রা সায়ানোকোবালামিন বিপি ৫ মাইক্রোগ্রাম ফলিক এসিড বিপি ৫০০ মাইক্রোগ্রাম থায়ামিন মনোনাইট্রেট ইউএসপি ৫০ মিগ্রা রিবোফ্লাভিন বিপি ২৫ মিগ্রা পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি ১০ মিগ্রা নিকোটিনামাইড বিপি ১০০ মিগ্রাব্যবহার
ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর স্বল্পতার জন্য নির্দেশিত। যেসব ক্ষেত্রে প্রযোজ্য - ক্ষুধামন্দা, ডায়াবেটিস মেলাইটাস, স্থূলতা এবং অ্যালকোহলিসম এর দরুন সৃষ্ট ভিটামিন স্বল্পতায় । দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ক্ষুদ্রান্ত্রের জটিলতা এবং দীর্ঘসময় ধরে এন্টিবায়োটিক ব্যবহারের দরুন সৃষ্ট অবস্থায়। জ্বর সহ বিভিন্ন শারীরিক অবস্থা যেমন-দীর্ঘস্থায়ী ক্ষত, শল্য চিকিৎসা, পোড়া ক্ষত এবং ভাঙ্গা জখমের জন্য সৃষ্ট অতিরিক্ত ভিটামিনের চাহিদায়। স্টোমাটাইটিস, গ্লসিটিস, চিলোসিস, নিউরালজিয়া, ডার্মাটাইটিস এবং পেরিস্থিসিসে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টির স্বল্পতা পূরণে।Vitamin B complex + Vitamin C এর দাম কত? Vitamin B complex + Vitamin C এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Vitamin B complex + Vitamin C |
জেনেরিক | ভিটামিন বি কমপ্লেক্স + ভিটামিন সি |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | Bangladesh |
সর্বশেষ সম্পাদনা | September 24, 2024 at 5:38 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Vitamin B complex + Vitamin C খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রতিদিন একটি করে ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।