ব্যবহার

Wikitin Tablet 12.5 mg প্রাপ্তবয়স্ক রোগীদের টাইপ ২ ডায়াবেটিস রোগের চিকিৎসায় নির্দেশিত।

Wikitin Tablet 12.5 mg এর দাম কত? Wikitin Tablet 12.5 mg এর দাম Unit Price: ৳ 75.00 (1 x 4: ৳ 300.00) Strip Price: ৳ 300.00

Wikitin Tablet 12.5 mg in Bangla
Wikitin Tablet 12.5 mg in bangla
বাণিজ্যিক নাম Wikitin Tablet 12.5 mg
জেনেরিক ওমারিগ্লিপটিন
ধরণ Tablet
পরিমাপ 12.5 mg
দাম Unit Price: ৳ 75.00 (1 x 4: ৳ 300.00) Strip Price: ৳ 300.00
চিকিৎসাগত শ্রেণি
উৎপাদনকারী Aristopharma Ltd.
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

Wikitin Tablet 12.5 mg খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

ওষুধ গ্রহণের পথা: Wikitin Tablet 12.5 mg ট্যাবলেট মুখে গ্রহণ করতে হবে।অনুমোদিত মাত্রা: Wikitin Tablet 12.5 mg এর অনুমোদিত মাত্রা হচ্ছে ২৫ মিগ্রা সপ্তাহে একবার একক চিকিৎসায় অথবা গ্লাইসেমিক নিয়ন্ত্রণের অপ্টিমাইজেশনের জন্য সংযোজক চিকিৎসায়। রোগী যদি কোনো মাত্রা খেতে ভুলে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাদ যাওয়া মাত্রাটি গ্রহণ করার এবং তারপর নিয়মিত সাপ্তাহিক মাত্রার সময়সূচীটি অনুসরণ করার পরামর্শ দিতে হবে। কখনোই একবারে দুইটি জোড়া গ্রহণ করা যাবে না।বৃত্তের অকার্যকারিতা: বৃক্কের গুরুতর অকার্যকারিতা অথবা শেষ পর্যায়ের বুকের ফেইলিউর রোগীদের ক্ষেত্রে অথবা যাদের হেমোডায়ালাইসিস বা পেরিটোনাল ডায়ালাইসিস প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে নিম্নলিখিত চার্ট অনুসারে মাত্রা প্রয়োগ করতে হবেঃ পুরুষঃ CrCl >১.৯ঃ ১২.৫ মিগ্রা করে সপ্তাহে একবার মহিলারঃ CrCl >১.৪ঃ ১২.৫ মিগ্রা করে সপ্তাহে একবার শিশু ও কিশোর রোগীদের ক্ষেত্রে: Wikitin Tablet 12.5 mg এর নিরাপদ ব্যবহার এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

পার্শ্বপ্রতিক্রিয়া

Wikitin Tablet 12.5 mg এর বিরূপ প্রভাবসমূহ সাধারণত সুসহনীয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো নাসোফ্যারিঞ্জাইটিস, হাইপোগ্লাইসেমিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, ত্বক এবং সাবকিউটেনিয়াস টিস্যুর রোগ।

সতর্কতা

Wikitin Tablet 12.5 mg নিম্নলিখিত রোগীদের ক্ষেত্রে অথবা যেসকল অবস্থায় রক্তের সুগার কমে যেতে পারে সেসব ক্ষেত্রে সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে যেমন পিটুইটারি অকার্যকারিতা বা অ্যাড্রেনাল অপর্যাপ্ততা, অপুষ্টি, অনাহার, অনিয়মিত খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণের অভাব বা দুর্বল অবস্থার প্রচুর পেশী নড়াচড়া, অত্যধিক অ্যালকোহল গ্রহণ এবং বয়স্ক ব্যক্তিদের। আকাশপথের কাজ বা অটোমোবাইল পরিচালনায় নিযুক্ত রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে।

মিথস্ক্রিয়া

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া: Wikitin Tablet 12.5 mg মেটফরমিন, গ্লিমেপিরাইড, ওরাল কন্ট্রাসেপটিভ এবং অ্যাটোরভাস্ট্যাটিনের সাথে প্রতিক্রিয়া করে। অন্যান্য অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ Wikitin Tablet 12.5 mgের সাথে (বিশেষত, ইনসুলিন প্রিপারেশন বা সালফোনাইল ইউরিয়া) ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তারা হাইপোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে। হাইপোগ্লাইসেমিক অ্যাকশন বৃদ্ধি করে এমন ওষুধের সাথে (বিটা-ব্লকার, স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় ওষুধ, মনোঅ্যামাইন অক্সিডেস ইনহিবিটর) প্রয়োগের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। হাইপোগ্লাইসেমিক অ্যাকশন হ্রাস করে এমন ওষুধের সাথে ব্যবহার করার সময় (অ্যাড্রেনালিন, অ্যাড্রেনোকটিকোট্রপিক হরমোন, থাইরয়েড হরমোন) রক্তের গ্লুকোজের মাত্রা সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে।

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে Wikitin Tablet 12.5 mg ব্যবহারের ক্লিনিকাল ট্রায়াল করা হয় নি। এটি গর্ভাবস্থায় শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন প্রত্যাশিত সুবিধাসমূহ ভ্রূণের সম্ভাব্য ঝুঁকিকে ছাড়িয়ে যায়। Wikitin Tablet 12.5 mg গ্রহণকারী মায়েদের স্তন্যদান করা থেকে বিরত থাকতে হবে।

বৈপরীত্য

যাদের Wikitin Tablet 12.5 mg বা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। এছাড়া এটি টাইপ ১ ডায়াবেটিস রোগীদের গুরুতর কিটোসিস, ডায়াবেটিক কোমা বা প্রিকোমাতেও প্রতিনির্দেশিত। Wikitin Tablet 12.5 mg গুরুতর সংক্রমণ যেখানে ইনসুলিন ইনজেকশনের মাধ্যমে গ্লাইসেমিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন, অস্ত্রোপচারের আগে ও পরে এবং শু আঘাতপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

Wikitin Tablet 12.5 mg এর মাত্রাধিক্য সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাত্রাধিক্য হলে, সহায়ক চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

আলো থেকে দূরে, ঠাণ্ডা (৩০°সে. এর নিচে) ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share