এক্সিব্রোফেন

Bromfenac is a nonsteroidal anti-inflammatory drug (NSAID). The mechanism of anti-inflammatory activity is thought to be due to its ability to block prostaglandin synthesis by inhibiting cyclooxygenase 1 and 2. Prostaglandins have been shown in many animal models to be mediators of certain kinds of intraocular inflammation. In studies performed in animal eyes, prostaglandins have been shown to produce disruption of the blood-aqueous humor barrier, vasodilation, increased vascular permeability, leukocytosis and increased intraocular pressure.

ব্যবহার

চোখের ছানি এবং অন্যান্য অপারেশনজনিত প্রদাহ কমাতে নির্দেশিত। এছাড়াও যে কোন ধরণের চোখের প্রদাহ কমাতে ব্যবহৃত হয়।

এক্সিব্রোফেন এর দাম কত? এক্সিব্রোফেন এর দাম

এক্সিব্রোফেন in Bangla
Xibrofen in bangla
বাণিজ্যিক নাম এক্সিব্রোফেন
জেনেরিক ব্রোমফেনাক সােডিয়াম
ধরণ
পরিমাপ 09%
দাম
চিকিৎসাগত শ্রেণি Ophthalmic Non-Steroid drugs
উৎপাদনকারী Incepta Pharmaceuticals Ltd, Incepta Pharmaceuticals Limited
উপলভ্য দেশ India, Bangladesh
সর্বশেষ সম্পাদনা January 7, 2025 at 1:49 am

খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

এক্সিব্রোফেন খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম

  • প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ১ ফোঁটা করে আক্রান্ত চোখে দিনে দুইবার; অপারেশনের পর ২৪ ঘন্টায় মধ্যে চিকিৎসা শুরু করতে হবে এবং ২ সপ্তাহ চলবে।
  • শিশুদের ক্ষেত্রে : মাত্রা এবং ব্যবহার ডাক্তার নিশ্চিত করবেন।

পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণত যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হলাে: চোখে অস্বাভাবিক অনুভূতি, কনজাংকটিভাল হাইপারেমিয়া, চোখের জ্বলুনি, চোখে ব্যথা, চোখে প্রুরিটাস, লালচে চোখ, মাথাব্যথা এবং আইরিসে প্রদাহ।

সতর্কতা

ব্রোমফেনাক চোখের ড্রপস্ এ আছে সােডিয়াম সালফাইট, যা অনেকের ক্ষেত্রে এ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন- কমমাত্রার শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিতে পারে। তবে সালফাইট সংবেদনশীলতার ব্যাপকতা সম্পর্কে জানা নেই এবং সম্ভাবনা কম। সেজন্য এই ওষুধের প্রতি সংবেদনশীল রােগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বাহ্যিকভাবে ব্যবহৃত সকল NSAID গুলাে ক্ষত উপশমে দীর্ঘস্থায়ী করতে পারে। একইসাথে NSAID এবং স্টেরয়েড ব্যবহারে ক্ষত শুকানাে বেশী দীর্ঘস্থায়ী হয়। কন্টাক্ট লেন্স পরিহিত অবস্থায় ব্রোমফেনাক চোখের ড্রপস ব্যবহার করা উচিত নয়।

মিথস্ক্রিয়া

গর্ভাবস্থাকালীন ব্যবহার

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: প্রেগন্যান্সি ক্যাটাগরি:সি। এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই ভ্রুণের ঝুঁকি ও রােগীর উপকারের কথা বিবেচনা করে এই ওষুধ প্রয়ােগ করা উচিত।

স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বৎসরের নীচে রােগীদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যক্ষমতা এখনাে প্রতিষ্ঠিত নয়।

বৈপরীত্য

ব্রোমফেনাক চোখের ড্রপস্ এর যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রােগীর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।

অতিরিক্ত সতর্কতা

তীব্র ওভারডোজ

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

সংরক্ষণ

Keep out of the reach of children. Store in a cool, dry place, away from heat and direct light. Do not use more than 4 weeks after opening.

*** Taking medicines without doctor's advice can cause long-term problems.
Share