ব্যবহার
জাইলোমেটাজলিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- ঠান্ডা, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনাসের প্রদাহ, মাথা ব্যথা ইত্যাদির ফলে সৃষ্ট নাকের কনজেশন থেকে মুক্তির জন্য নির্দেশিত। নাকের কনজেসনের ফলে সৃষ্ট টিউবাল ব্লক এবং সেরাস ওটাইটিস মিডিয়া থেকে মুক্তির জন্য নির্দেশিত।Xylometazoline hydrochloride এর দাম কত? Xylometazoline hydrochloride এর দাম
সুচিপত্র
বাণিজ্যিক নাম | Xylometazoline hydrochloride |
জেনেরিক | জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড |
ধরণ | |
পরিমাপ | |
দাম | |
চিকিৎসাগত শ্রেণি | |
উৎপাদনকারী | |
উপলভ্য দেশ | |
সর্বশেষ সম্পাদনা | September 19, 2023 at 7:00 am |
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
Xylometazoline hydrochloride খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রাপ্ত বয়স্কদের জন্য: জাইলোমেটাজলিন ০.১%: প্রতি নাসারন্ধ্রে ২ অথবা ৩ ফোটা করে দিনে দুই থেকে তিন বার। জাইলোমেটাজলিন ০.১% ১২ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।৬-১২ বছর বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫%: প্রতি নাসারন্ধ্রে ২ অথবা ৩ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।৬ বছরের কম বয়সের শিশুদের জন্য: জাইলোমেটাজলিন ০.০৫% প্রতি নাসারন্ধ্রে ১ ফোটা করে দিনে দুই থেকে তিন বার।তিন মাসের কম বয়সের শিশু: তিন মাসের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।